সিরাজদিখানে সাংবাদিকের সহায়তায় উদ্ধার হল মোটরসাইকেল আরোহী

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ৫ আগস্ট ২০২৩, ১১:২৭ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ২১:২২

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী। এসময় বাংলা টিভির সাংবাদিক মোস্তফা, লাখোকন্ঠ পত্রিকার সাংবাদিক আরিফ হোসেন হারিছ, সাংবাদিক আনিছুর রহমান নিলয় আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শুক্রবার ৪ আগস্ট আনুমানিক ২ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের চর কমলাপুর লোহার পুল সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।

আহত মোটরসাইকেল আরোহী উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামের সেলিমের ছেলে মোঃ সজিব (১৭)।

এবিষয়ে সাংবাদিক মোঃ মোস্তফা জানান,উপজেলা হতে বালুচর যাওয়ার পথে চর কমলাপুর লোহারপুল অতিক্রম করার সময় হঠাৎ একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গুরুতর আহত হয় মোঃ সবিজ নামের এক মোটরসাইকেল আরোহী। আমি ও আমার সাথে থাকা সহকর্মীদের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফারহানা ইয়াসমিন জানান,আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত