সিরাজদিখানে শ্মশান কালী মন্দিরের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৪, ১৭:৫০ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৪:১৭
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার চিত্রকোট কানাইনগর গ্রামে সার্বজনীন শেষঠিকানা মহাশ্নশান শ্রী শ্রী কালী মন্দিরের নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা ।
বুধবার দিবাগত রাতের কোন এক সময় এ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ওই সার্বজনীন শেষঠিকানা মহাশ্নশান শ্রী শ্রী কালী মন্দিা কমিটির সভাপতি ননী গোপাল সরকার ও সাধারণ সম্পাদক সহদেব মন্ডল। এ ঘটনায় বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে সিরাজদিখান শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সার্বজনীন শেষঠিকানা মহাশ্নশান শ্রী শ্রী কালী মন্দিা কমিটির সভাপতি ননী গোপাল সরকার অভিযোগ করে বলেন, আমরা কমিটিতে এসে সার্বজনীন শেষঠিকানা মহাশ্নশান শ্রী শ্রী কালী মন্দিরের সীমানা প্রাচীর তৈরীর কাজ শরু করলে পূর্বের কমিটির লোকজন বিভিন্ন ভাবে আমাদের হয়রানী করছিলেন,তাদের কু-পরামর্শে^ হয়তো মন্দিরের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা । গত বুধবার সকাল থেকে রাস্তার পূর্ব পাশ দিয়ে সীমানা প্রাচীরের কাজ শুরু করি। বিকেল ৫টা পর্যন্ত লম্বায় ১২০ ফুট ও উচ্চতায় আড়াই ফুট প্রাচীর নির্মাণ কাজ শেষ করে রাজমিস্ত্রীরা বাড়ি চলে যায়। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখি অজ্ঞাতনামা ব্যক্তিরা নির্মিত প্রাচীর ভেঙে ফেলেছে। এতে আমাদের অনেক টাকার ক্ষতি হয়েছে। আমরা পুলিশ কে জানিয়েছি। আমরা এর সঠিক বিচার চাই।
স্থানীয়রা বলেন, এরা খুব নিরীহ মানুষ। ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত। সাধারণ সম্পাদক সহদেব মন্ডল বলেন, গত বুধবার রাত ১০টা পর্যন্ত আমারা আনেকেই এখানে ছিলাম । সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি দুঃখজনক।
সিরাজদিখান শেখরনগর তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর নাসির উদ্দিন শেখ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত