সিরাজদিখানে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষ ভাংচুর, আহত ৩

  ৩ সিরাজদিখান (মুন্সিগঞ্জ)  প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ২০:২০ |  আপডেট  : ২৬ জানুয়ারি ২০২৫, ০৩:৪৫

মুন্সিগঞ্জ সিরাজদিখানে জাতীয় পরিচয়পত্র হালনাগাদ করতে ছবি তোলতে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ও ভাংচুরের ঘটনায়   তিনজন আহত হয়েছেন।  আজ সোমবার (২২ আগস্ট) দুপুরে সিরাজদিখান লতব্দী ইউনিয়ন পরিষদে এ ঘটনার সূত্রপাত। স্থানীয় সূত্র জানায়, হালনাগাদ  জাতীয় পরিচয় পত্রের জন্য ছবি তোলা ও ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কথা কাটাকাটিতে জড়ান রামকৃষ্ণদী,কংশপুরা ও রামানন্দ গ্রামের লোকজন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তিনগ্রামের লোকজন নিয়ে সংঘর্ষে জড়ান তারা। এ সময় লতব্দী ইউনিয়ন পরিষদের নিচতলায় ২টি কক্ষ ভাঙচুর করা হয়। আহতরা হলেন লতব্দী ইউপি সদস্য মোঃ শরীফ মাহমুদ(৫০),সেকান্দার আলী(৩৫),মোঃ তসলিম (২২), লতব্দী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাহাবদ্দিন বলেন, লাইনে দাড়ানোকে কেন্দ্র কওে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতি হয়েছে। 

আহত ইউপি সদস্য শরীফ মাহমুদ  বলেন, সকাল থেকে লাইন নিয়ে ঝামেলা হচ্ছিল ,হটাৎ সাড়ে ১২টার দিকে একদল লোক দেশীয় অশ্রনিয়ে ইউনিয়ন পরিষদে আমাদেও উপর হামলা চালায়। লতব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ ফজলুল হক  বলেন, সংঘর্ষের  মধ্যে লতব্দী ইউনিয়ন পরিষদের ২টি কক্ষের জানালা ভাঙচুর হয়েছে। সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ মিনহাজুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করবো।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত