সিরাজদিখানে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

  সিরাজদিখান (মুন্সি গঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ১৯:৪১ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:৪৬

মুন্সিগঞ্জ সিরাজদিখানে শোভাযাত্রা, আলোচনাসভা, ধর্মীয় সংগীত পরিবেশন, পূজা-পার্বনসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপজেলায়  সনাতন (হিন্দু) সম্প্রদায়ের শ্রেষ্ঠ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বিকাল ৪টায় উপজেলার দানিয়াপাড়া রাধা কৃষ্ণ জিউর মন্দির হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের  হয়ে সন্তোষপাড়া শ্রী শ্রী গৌড়নিতাই সার্বজনীন  মন্দির পর্যন্ত  শোভাযাত্রা এসে শেষ হয়। সিরাজদিখান পূজা উদযাপন পরিষদ ও শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ সিরাজদিখানের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে সন্তোষপাড়া শ্রী শ্রী গৌড়নিতাই মন্দিও কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান পূজা উদযাপন পরিষ কমিটির সভাপতি গোবিন্দ দাস পোদ্দার।

 বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন  সিরাজদিখান পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক জয়হরি মল্লিক, সিরাজদিখান হিন্দু বৌদ্ধ খ্রিস্ঠান ঐক্য পরিষদ সভাপতি বিমল দাস,সাধারণ সম্পাদক তপন রাজবংশী,সিরাজদিখান পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি সাংবাদিক সুব্রত দাস রনক, সিরাজদিখান পূজা উদযাপন পরিষদ যুগ্ম-সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, সাংবাদিক গোপাল দাস হৃদয় প্রমুখ । অনুষ্ঠানে বক্তারা অসাম্প্রায়িক বাংলাদেশ গড়া ও মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ওপর জোর দেন।

অন্যদিকে মালখানগর পূজা কমিটির উদ্যোগে দিবসটির উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত