সিরাজদিখানে মন্দির সংস্কার বাধা এলাকায় তোলপাড়
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:২০
শত বছরের পুরোনো মুন্সীগঞ্জ সিরাজদিখান খিদিরপুর বিশ্বকর্মা মন্দিরের নিজস্ব সম্পত্তিতে নিজস্ব অর্থায়নের মন্দির সংস্কার কাজে বাধা দিয়েছে স্থানীয় চিহ্নিত একটি স্বার্থান্বেষী মহল। উল্টো মন্দির কমিটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে হয়রানি করা হচ্ছে। গত রবিবার দুপুরে খিদিরপুর গ্রামের মন্দিরে এ ঘটনা ঘটায় এলাকায় তোরপার সৃষ্ঠি হয়েছে।
খিদিরপুর বিশ^কর্মা মন্দিরের বর্তমান সেবক উৎপল মজুমদার সাংবাদিকদেরকে জানান, মঙ্গলবার বিশ^কর্মাা পূজা,এখনো মন্দির টিক করতে পারিনি। ব্যক্তিগত অর্থে বিশ্বকর্মা মন্দিরের সংস্কার কাজ করতে যাওয়ায় কতিপয় স্বার্থন্বেষী মহল মন্দির সংস্কার বাস্তবায়নে বাধা দেয়। তিনি বলেন, এই জায়গা নিয়ে মৃত কানাইলাল মজুমদারের ছেলে বিকাশ মন্ডল(মজুমদার) ও তুষার মন্ডল জোর করে মন্দিরে জায়গা দখলে রেখে বিশ^কর্মা বিগ্রহ স্থাপন ও ভেঙ্গে নস্ট হওয়া মন্দির সংস্কার কাজে বাধা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে।
এলাকার পরিতোষ মল্লিক,চঞ্চল খান,কার্তিক মন্ডল সচিন্দ্র সরকার বলেন, শতবছর আগে থেকেই এই মন্দিরে পারিবারিকভাবে বিশ^কর্মা পূজা হয়ে আসছে। মৃত কানাইলাল মজুমদারের ছেলে বিকাশ মন্ডল(মজুমদার) ও নাতী তুষার মন্ডল জোর করে মন্দিরে সংস্কার বাধা এলাকায় দুই ভাগে ভাগ হয়েছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী সাংবাদিকদেরকে বলেন, সত্য কথা কী বলব, সত্য কথা বলে অনেকের কাছে শত্রু হয়ে যাব। জায়গাটা আসলে উৎপলদের বাপদাদার বছর আগে এখানে আমরা আসি তখন থেকে দেখছি এখানে ওদেরকে ঠকিয়ে ১৩ শতাংশ জায়গা লিখে নিয়েছে । এ গ্রামের চঞ্চল খান জানান, পাকিস্থান সময় থেকেই এখানে পূজা হয়ে আসছে আমাদের পরিবারের সকালেই এখানে আছেন, আমাদের খিদিরপুর গ্রামে সম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে গড়া একে অপরের পরিপূরক মন্দির সংস্কার বাধা দিয়ে পূজা বন্ধ কওে বড় ধরনের সমস্য সৃস্টি করছে।
সিরাজদিখান থানার এ এস আই মোস্তাফিজুর রহমান বলেন,অভিযোগ পেয়ে ঘটনা স্থানে যেয়ে সবাইকে শান্তিপূর্ন সহঅবস্থান করতে বলে এসেছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত