সিরাজদিখানে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

  লতা মন্ডল

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২২ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০০

মুন্সিগঞ্জ সিরাজদিখানে মহান একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার রাজদিয়া অভয়পাইলট স্কুল এন্ড কলেজ শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেয়। এরপর এ উপলক্ষে ভোর সাড়ে ৬ টায় প্রভাতফেরি, সকাল ৭টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা, কুরআনখানি, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। এদিকে সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধ-নমিত এবং কালোপতাকা উত্তোলন করা হয়। পরে সেখান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ দলীয় নেতাকর্মীরা। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানবীর, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বেলাযেত হোসেন,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,সাংবাদিক লতা মন্ডল,সাংবাদিক গোপাল দাস হৃদয়,সাংবাদিক গোপাল দাস হৃদয়,সাংবাদিক আশা মন্ডল,সাংবাদিক আব্দুর রশিদ রতণ প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত