সিরাজদিখানে ব্র্যাক মাইগ্রেশন ফোরামের সিবিও রেজিষ্ট্রেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২১ জুন ২০২১, ১৬:৫০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪
মুন্সীগঞ্জ সিরাজদিখানে ব্র্যাক মাইগ্রেশন ফোরামের সিবিও রেজিষ্ট্রেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা দানিয়াপাড়া ডেইশ অব ডিলিশ চাইনিজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সিরাজদিখান ব্র্যাকের মাইগ্রেশন ফোরাম এ সভার আয়োজন করে।
এতে ব্র্যাকের মুন্সীগঞ্জ জেলা আরএসসি ম্যানেজার মোঃ কামাল হোসেন, ব্র্যাক ডিস্ট্রিক কো- অর্ডিনেটর মোঃ ফিরোজ, সিরাজদিখান মাইগ্রেশন ফোরাম সভাপতি আব্দুস সালাম মনু, সিরাজদিখান মাইগ্রেশন ফোরাম সাধারণ সম্পাদক সুব্রত দাস রনক, ব্র্র্যাক ফিল্ড অর্গানাইজার শারমিন আক্তার শিলা, মোঃ মোতাহার হোসেন,আক্তারুজ্জামান দুলু, সাংবাদিক লতা মন্ডল,মেহের আলী মেম্বার,গোপাল দাস হৃদয়,শেফালী বেগম,ভালবাসা রাজবংশী,বাচ্চু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা মাইগ্রেশন ফোরামের সিবিও রেজিষ্ট্রেশন বিষয়ক সদস্যদের নিয়ে আয়োজিত এ সভায় মাইগ্রেশন ফোরামের সিবিও রেজিষ্ট্রেশন ,অফিস ভাড়া,ব্যাংক একাউন্ট,মানবাধিকর লক্সঘন, আইন সহায়তা প্রদান, বাল্যবিবাহ প্রতিরোধ, বহুবিবাহ, বিবাহ বিচ্ছেদ, এসিড নিক্ষেপ, ধর্ষণ, নারী ও শিশু পাচার সম্পর্কে আলোচনা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত