সিরাজদিখানে বেশী ভাড়া নেয়ার প্রতিবাদ করায় যাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৫ মে ২০২২, ২১:০৭ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৪৫

মুন্সিগঞ্জ সিরাজদিখানে অটোরিক্সার ভাড়া বেশী নেওয়ার প্রতিবাদ করায় মোঃ আলী হোসেন দেওয়ান (৫২) নামের এক যাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অটোচালকের মারধরের শিকার মোঃ আলী হোসেন আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখান উপজেলা ম্বাস্থ্য কমপ্লে্সে হাসপাতালে  নিয়ে আসার পথে  মারা যান। নিহত মোঃ আলী হোসেন একজন কৃষক। সে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের তেলীপাড়া গ্রামের মৃত জব্বর দেওয়ানের ছেলে। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম শেখ তাঁর পরিচয় নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃৃহস্পতিবার বেলা সারে ১১ টায় ইছাপুরা থেকে অটোরি·ায় করে লালবাড়ি যাওয়ার সময় অটো চালক ৫টাকার ভাড়ায় স্থলে ১০ টাকা অটো ভাড়া চাইলে যাত্রী মোঃ আলী হোসেন দেওয়ান ও তার সাথে থাকা চাচাত ভাই মোঃ রফিকুল ইসলাম শেখ বেশী ভাড়া চাওয়ার প্রতিবাদ করায় তখন তাঁর সঙ্গে বাগবিতন্ডা হয় মোঃ আলীহোসেন দেওয়ান ও অটো ড্রাইভারের। এই ঘটনাকে কেন্দ্র করে অটোড্রাইভার যাত্রী আলীহোসেনকে এলাপাথারী কিল ঘুষি দিয়ে মাটিতে ফেলে দিয়ে  পালিয়ে যান তাঁরা। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাঁকে উদ্ধার করে পাশের সাগরের বাড়ি নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌছানোর আগেই যাত্রী মোঃ আলী হোসেন মারা যান। প্রত্যক্ষদর্শী মোঃ রফিকুল শেখ বলেন,ইছাপুরা থেকে লালবাড়ি পর্যন্ত ৫টাকা ভাড়া,সেখানে অটোচালক ১০ টাকা চাইলে আমরা এর পতিবাদ করায় অটোচালক আমাদের উচ্চবাচ্য কথা বললে আমার ভাই  তার প্রতিবাদ করায় অটোচালক তাকে বুকে, পিঠে কিলঘুষি মেরে রাস্তায় বেড়া দেওয়া তারের উপর ফেলে মারধর করতে থাকে। সেখানে উপস্থিত লোকজন বিষয়টি মিটিয়ে দিলে একটু পরেই আমার ভাই শরীর খারাপ লাগছে বলে মাটিতে পরে যায়। স্থানীয় লোকজনদের নিয়ে হাসপাতালে পৌছতেই  আমার ভাই মারা যায়।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, এই ঘটনায় অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে । মরদেহ মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত