সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি  

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৫০ |  আপডেট  : ৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯

মুন্সীগঞ্জ সিরাজদিখানে দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৩ ডিসেম্বর) বেলা ১১ টায় সিরাজদিখান উপজেলা বিএনপির আয়োজনে শেখরনগর গোপালপুর গ্রামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত  এমপি প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

সভাপতির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও মুক্তচিন্তার প্রতীক। জাতির এই আপোষহীন নেত্রীর সুস্থতার জন্য আজ আমরা হাতে তুলে নিয়েছি দোয়ার হাত। আল্লাহর রহমতেই তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে পুনরায় ফিরে আসবেন এই আমাদের বিশ্বাস। তাঁর সুস্থতার প্রতিটি মুহূর্তে আমরা জনগণকে সাথে নিয়ে আছি এবং থাকব।

তিনি আরও বলেন, দেশের ক্রান্তিকালে নেত্রী খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, গোটা দেশের মানুষের আশার প্রতীক। আমরা দোয়া করছি ,আল্লাহ যেন তাকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন এবং আবারও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার তৌফিক দেন। এসময় নেতা-কর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করেন।

দোয়া মাহফিলে মোয়াজ্জেম হোসেন বাবুল,মোঃ আতাউর রহমান হাওলাদার, হাজী মোঃ নূর হোসেনর ,আব্দুল বাতেন শামীম খান, ছিদ্দিক মোল্লা,জান্নাতুল ফেরদৌস লাকি,অহিদুল ইসলাম অহিদ, মোঃ হাবিব সরকার,ইয়াছিন সুমন,শাহাদাৎ শিকদার,নজরুল ইসলাম বাপ্পি,আজিজুল হক ভূইয়া, মাহমুদা আক্তার , মোঃ পিয়ার আলী মোল্লা,শেখ রাসেল,মোঃ বাদশা মিয়া,সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত