লৌহজংয়ে প্রথমবার নারী ইউএনও হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারজানা ববি মিতু

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৫০ |  আপডেট  : ৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯

মুন্সীগঞ্জ জেলার তিন উপজেলায় প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী মুন্সীগঞ্জের গজারিয়া, টঙ্গীবাড়ি ও লৌহজং এই তিন উপজেলার ইউএনও পদে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে লৌহজং উপজেলায় প্রথমবারের মতো নারী ইউএনও হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারজানা ববি মিতু। তিনি ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য। ইতিপূর্বে ফারজানা ববি মিতু পাশের টঙ্গীবাড়ি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-তে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। 

ফারজানা ববি মিতু লৌহজং উপজেলার ৪০ তম ইউএনও হিসেবে নিয়োগ পেয়ে গত মঙ্গলবার নতুন কর্মস্থলে যোগদান করেছেন। দেশে ১৯৮২ সালে উপজেলা পদ্ধতি চালু হওয়ার পর থেকে লৌহজংয়ে ৩৯ জন ইউএনও ছিলেন পুরুষ। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাসহ সাধারণ মানুষও নবাগত ইউএনও ফারজানা ববি মিতুর আগমনকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। লৌহজংয়ের উন্নয়ন, জনসেবা এবং সরকারি কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত