বাংলাদেশে পুশ-ইন করা নারী ও তার সন্তানকে ফিরিয়ে নেবে ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৩ | আপডেট : ৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯
জবাবে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “সরকার তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। মানবতার খাতিরে সোনালী খাতুন এবং তার ছেলে সাবিরকে ফিরিয়ে আনা হবে।” তবে তাদের ওপর নজরদারি বজায় ও মামলায় প্রভাব না রাখার শর্তে তাদের ফেরত আনা হবে বলে জানান দেশটির শীর্ষ আইন কর্মকর্তা।
গত জুনে সোনালী ও তার ছেলেকে দিল্লি থেকে ধরে এনে বাংলাদেশে পুশ-ইন করা হয়। পুলিশ দাবি করে তারা অবৈধ বাংলাদেশি। কিন্তু ভারতীয় নাগরিক সোনালীর বাবা বধু শেখ এই পুশ-ইনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দারস্থ হন। তার সঙ্গে যুক্ত হয় আরেকটি পরিবার। তাদের কয়েকজন সদস্যকেও বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইন করা হয়েছে।
দুই পরিবারের পিটিশনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট ছয়জনকে ফিরিয়ে আনার নির্দেশ দেন। কিন্তু ভারত সরকার এর বিরুদ্ধে অবস্থান নিয়ে গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের দারস্থ হয়।
গত সপ্তাহে সুপ্রিম কোর্ট বলেন, সরকারের এই ব্যক্তিদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে হবে। যেন তারা তারা নাগরিকত্ব প্রমাণের সুযোগ পেতে পারেন।
বুধবার বিচারপতি বাগচি বলেছেন, সোনালী যদি বাবা বধু শেখের সঙ্গে তার বায়োলোজিক্যাল পরিচয় প্রমাণ করতে পারেন তাহলে তার ভারতীয় নাগরিকত্ব অক্ষুন্ন থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত