সিরাজদিখানে বিনা প্রতিদ্বন্দিতায় পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল-সম্পাদক প্রদীপ
প্রকাশ: ১১ জুন ২০২২, ১৯:৪১ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২০:১৬
সিরাজদিখান রশুনিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে সুনীল চন্দ্র পালক ও সাধারণ সম্পাদক পদে প্রদীপ কুমার শীল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১০ জুন) বিকাল ৪টায় উপজেলার দানিয়াপাড়া শ্রীশ্রী মদন মোহস জিউর মন্দির প্রাঙ্গনে সম্মেলন শুরু হয়। সাবেক সভাপতি ডাঃ রনবীর ঘোষের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড.আবু সাঈদ। অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি গোবিন্দ দাস পোদ্দার ।
প্রধান বক্তা ছিলেন সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক জয় হরি মল্লিক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি হরেকৃষ্ণ দাস , সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি রসরাজ মন্ডল,তপন দাস, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি সুব্রত দাস রনক , মুন্সিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাবেক সাধারন সম্পাদক সমরেশ নাথ, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ যুগ্ম-সম্পাদক জ্ঞানদীপ ঘোষ,সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ, ডাঃ সমীর ঘোষ প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ওই দিন বিকালে সংগঠনের উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও রশুনিয়া ইউনিয়ন ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ কাউন্সিলরদের উপস্থিতিদের সুনীল চন্দ্র পালকে সভাপতি, প্রদীপ কুমার শীলকে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে পূজা উদযাপন পরিষদের নেতা-কর্মীরা চাঙা হয়ে উঠেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত