সিরাজদিখানে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০১ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০১:১৬
মুন্সিগঞ্জ সিরাজদিখানে দীর্ঘ দিন পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আজ (২সেপ্টেম্বর ) শনিবার সকালে সিরাজদিখান শেখরনগর গোপালপুর এলাকায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন কেন্দ্র করে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন।
অনুষ্ঠানে শেখ মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ । উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ কামরুজ্জামান রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক শাহজাহান খান, আলী আজগর রিপন মলিক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হোসেন, মুন্সীগঞ্জ শহর বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, জেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান দেওয়ান,জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার বীনা,মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অহিদুল ইসলাম অহিদসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে সরকারের পতন না হওয়া পর্যন্ত দফায় দফায় আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দেওয়ার দাবি জানান। সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপির আহব্বায়ক শেখ মো: আব্দুল্লাহকে সভাপতি সিরাজদিখান উপজেলাা বিএনপির সভাপতি হিসেবে শেখ মোঃ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক এম হায়দার আলীর নাম ও শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে শহীদুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক হিসেবে হাফিজুল ইসলাম খানের নাম ঘোষনা করেন প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত