২ কোটি টাকার ক্ষতি

সিরাজদিখানে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৩ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০০:৫৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ১১ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নতুন চর এলাকায় এ ঘটনা ঘটে ।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, লতব্দী ইউনিয়নের (কংশপুরা গ্রাম) ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো.মোশারফ হোসেন সেন্টু ,জহিরুল ইসলাম জহির এর সাথে একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো.মামুন হোসেনের সাথে দীর্ঘ দিন যাবৎ বালুর ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জেড়ে সোমবার বেলা ১১ টায় সাবেক ইউপি সদস্য মো.মোশারফ হোসেন সেন্টু ও ইকবাল হোসেন ২০-২৫ জনের একটি গ্রুপ ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.মামুন হোসেন ও তার সমর্থকদের বাড়ীঘর ভাঙচুর লুটপাট করে । এ সময় ৮ টি বাড়ী ভাঙচুর,১৫০ ভড়ি স্বর্ণালংকার, ফার্মের গরু লুট করে বলে অভিযোগ ভুক্তভোগীদের ।

৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.মামুন হোসেন জানান,সাবেক মেম্বার সেন্টু আর ইকবাল২০-২৫ জনের একটি গ্রুপ আমার বাড়ীসহ মোট ৮ টি বাড়ী ভাঙচুর,১৫০ ভড়ি স্বর্ণালংকার, আমার আত্নীয ছিদ্দিকের ‘পাভেল ডেইরী’ ফার্ম হতে বেশ কয়েকটি গরু লুট করে নিয়ে যায় ।

এতে আমাদের প্রায় ২ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলেও জানান ইউপি সদস্য মামুন হোসেন । অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন সেন্টু বলেন,সম্পূর্ন মিথ্যা কথা। তারা নিজেরাই ভাঙচুর করে আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে । লতব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ মো.ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ,ইউপি সদস্য মামুনের বাড়ী ঘর ভাঙচুর, স্বর্ণালংকার ও খামার থেকে কয়েকটি গরু লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষরা ।

বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো.মুজাহিদুল ইসলাম সুমন বলেন,ভাঙচুরের ঘটনা ঘটেছে।তবে কয়টা বাড়ি ভাঙচুর হয়েছে তা নিশ্চিত করে
বলতে পারছিনা । পুলিশ পাঠিয়েছি, আমি নিজেও সেখানে যাচ্ছি । একটু পর বলতে পারব।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত