সিরাজদিখানে বর্ষবরণে শোভাযাত্রা
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ১৭:০৯ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২১:৫৫
এসো হে বৈশাখ, এসো এসো, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, মানুষের লাগি ঢেলে দিয়ে যাব-মানুষের প্রাণ- এমনি নানা শ্লোগান সংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপনে আজ বৃহস্পতিবার সকালে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে উপজেলা ইউএনও পার্কে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। সিরাজদিখান উপজেলা প্রশাসন আয়োজিত এ বর্ণাঢ্য শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ এবং উপজেলা শিল্পকলা,অগ্নিবীনা শিল্পী গোষ্ঠী, উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এছাড়াও উপজেলা শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ গ্রহণ করেন। এ বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, সিরাজদিখান উপজেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,সিরাজদিখান থানা পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ আজগর আলী,অগ্নিবীনা ললিত কলা একাডেমির সভাপতি মোঃ আমিন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত