সিরাজদিখানে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ১৭:৩৯ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪

সিরাজদিখানে শোভাযাত্রা, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য ্র প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে হাত ধোয়া দিবসের কর্মসূচি উদযাপন করে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শিশুদের হাত ধোয়া প্রদর্শন করেন সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা আঞ্জুমান আরা। পরে উপজেলা সভা কক্ষে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মউিদ্দিন আহম্মেদ। অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, কেয়াইন ইউপি চেয়ারম্যান মোঃ আশ্রাফ আলী, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল করিম, বালুচর ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন ,রশুনিয়া ইউপি চেয়ারম্যান এড. আবু সাঈদ, শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, সিরাজদিখান উপজেরা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,সাংবাদিক গোপাল দাস হৃদয় প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোঃ সাইদুল ইসলাম খান।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত