সিরাজদিখানে থাপ্পড়ে তরুণ নিহত

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ১৮:০৫ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:৩৫

সিরাজদিখানে কথা কাটাকাটির জেরে থাপ্পড়ে ফাহিম হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের গোয়াল বাড়ীর মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত গোপাল পাটনিকে রাতেই আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। 

নিহত ফাহিম হোসেন উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের প্রয়াত নুরু বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষ পাড়ার ফাহিম হোসেন ১০ টাকার নোট দিয়ে একটি খেলনা বানান। খেলনাটি গোপাল পাটিনি (১৯) নামে এক প্রতিবেশী আগুন দিয়ে পুড়িয়ে দিতে চান। এ নিয়ে ফাহিমের সঙ্গে গোপাল পাটিনির কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে গোপাল পাটনি ফাহিমের গালে থাপ্পড় মারেন। এতে ফাহিম অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা আহত ফাহিমকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত গোপাল পাটনিকে রাতেই আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত