সিরাজদিখানে জাতীয় শোক দিবস পালিত
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১৬:৫০ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬
র্যালি, দোয়া মাহফিল ও আলোচনার মধ্যদিয়ে মুন্সিগঞ্জ সিরাজদিখানে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,কৃষকলীগ,তাতীঁলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন, স্কুল-কলেজ ও বিভিন্ন সরকারি-বেসরকারি, সাংস্কৃতিক সংগঠন শহরে খন্ড খন্ড র্যালি বের করে। র্যালি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপেক্সে শহীদ স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীরের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বদরোদ্দোজা চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনি আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈনুল হাসান নাহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, ওসি মোঃ এ এক এম মিজানুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কার্যকরী সভাপতি সুব্রত দাস রনক, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ , উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ-সাধারন সম্পাদক মোঃ সুফিয়ান মিয়া প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত