সিরাজদিখানে জাতীয় যুব দিবস পালিত
প্রকাশ: ১ নভেম্বর ২০২৪, ১৮:২৪ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫
মুন্সীগঞ্জ সিরাজদিখানে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভাসহ যুবদের মধ্যে অনুদানের চেক বিতরণ,বৃক্ষরোপন,পরিস্কার পরিচ্ছন্নতা,ডেঙ্গু পতিরোধ,যুব র্যালী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা চত্ত্বর এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সংলগ্ন উপজেলা অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে জাতীয় সংগীত পরিবেশন করে পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে সিবসের সূচনা করেন। পরে " দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ" শ্লোগানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজদিখান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ।
এসময় সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,উপজেলা সিনিযর মৎস কর্মকর্তা মাফরোজা সুলতানা, বৈষম্যহীন বাংলাদেশ ছাত্র প্রতিনিধি শান্তন,ফাহিম শেখ,শ্যামলী আক্তারসহ উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। এদিকে আলোচনায় অংশ নেন যুব উন্নয়ন থেকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ নেয়া শতাধিক যুবরা। পরে যুবদের মধ্যে নানা ধরনের প্রণোদনা চেক বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত