সিরাজদিখানে গাছ কাটতে নিষেধ করায় এক ব্যাক্তিকে মারধর

  লতা মন্ডল

প্রকাশ: ১ অক্টোবর ২০২৩, ১৮:০৩ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:০৩

মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলায় গাছ কাটতে বাধা দেওয়ায় মোঃ শাহ আলম (৫৮) নামে এক একজনকে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের ছেলে মৃদুলের বিরুদ্ধে। বর্তমানে তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও তার অবস্থা আশংঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর কথা বলে দিয়েছেন চিকিৎসক।

আজ রবিবার (০১ অক্টোবর) সকাল সারে ১০টার দিকে সিরাজদিখান উপজেলা ইছাপুরা ইউনিয়নের পূর্ব ইছাপুরা এলাকায় এ ঘটনা ঘটে। থানায় লিখিত অবিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে মৃত: রাজ্জাক দেওয়ানের ছেলে মৃদুল দেওয়ান (২৫), তার মা মালা বেগমসহ কয়েকে জন মোঃ শাহ আলম দেওযানের বাড়ির আম গাছ কেটে ফেলে আরো একটি গাছ কাটতে চাইলে এসময় গাছ কাটতে দেখে তাদের বাধা দেওয়া হয়। আপন চাচাকে মারধর করতে আগে থেকে প্রস্তুত থাকা লোহার রড ও কাঠের ডাসা ও তাদের লাঠিসোটা দিয়ে শাহলমের উপর হামলা চারিয়ে বেধরক মারধর শুরু করেন। এতে শাহ আলম গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

মোঃ শাহ আলম দেওয়ান বলেন, আমি একজন অসুস্থ মানুষ। আমরা তো সেখানে মারামারি করতে যাইনি। আমাদের গাছ কাটতে গেলে তাদের বাধা দেই। এতে তারা আমাদের ওপর হামলা চালায়। আমার বড় ভাইয়ের ছেলে মৃদুল দেওয়ান ও তার মা মালা বেগম আমাকে বেধরক মারধর করেছে আমার স্ত্রী আমাকে বাঁচাতে গেলে তারাও গুরুতর আহত হয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আহত শাহরমের মেয়ে আশা মনি দেওয়ান বলেন, কিভাবে তার চাচাকেসহ তার পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলা করা হলো। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলার লিখিত অভিযোগ হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত মৃদুল দেওযান মোবাইল ফোনে জানান, আমার জায়গায় গাছ পড়েছে। আমি আমার জায়গায় টেংকিং বসাবো তাই গাছ কেটেছি। মারধরের বিষয়ে জানতে চাইলে ফোন কেটে দেন মৃদুল। এ বিষয়ে সিরাজদিখান থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম সুমন বলেন, সকালে লিখিত অভিযোগ পেয়ে গাছ কাটা বন্ধের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় সুষ্ঠ তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত