সিরাজদিখানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১৭:২১ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৬
নারী-কন্যার সুরক্ষাকরি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি ’ শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিরাজদিখান উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করার জন্য দিবসটি পালিত হয়।
নারীর প্রতি সহিংসতা আজও একটি বৈশ্বিক সমস্যা। এটি একাধিক রূপে দেখা যায়, যেমন: পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি ও ধর্ষণ, মানবপাচার, বাল্যবিবাহ, অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য। বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে প্রতি তিনজন নারীর মধ্যে একজন জীবনে অন্তত একবার শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হন। বাংলাদেশে নারী নির্যাতন একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা। যদিও বিভিন্ন সময়ে আইন প্রনয়ন এবং সচেতনতা বৃদ্ধির চেষ্টা হয়েছে, তারপরও ধর্ষণ, যৌতুক এবং বাল্যবিয়ের মতো ঘটনা ঘটছে। বক্তারা বলেন, বিশ্ব এগিয়ে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে সমাজ কাঠামো, বিকশিত হচ্ছে সভ্যতা। পরিবর্তনের হাওয়া লেগেছে মানুষের জীবনযাত্রায়। কিন্তু আশ্চর্য হলেও সত্য, বন্ধ হয়নি নারী নির্যাতন।
বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং সমাজের উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। উন্নয়নের যেকোনো ধারাকে গতিশীল করতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ জরুরি। আর এই পরিপ্রেক্ষিতে নারীর শিক্ষা থেকে শুরু করে যাবতীয় নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রেরই দায়িত্ব। যদি কোনোভাবে নারীর এসব অধিকার ক্ষুন্ন হয় এবং নারীর প্রতি সহিংসতা বাড়তে থাকে তবে তা যেমন দুঃখজনক, অন্যদিকে জাতীয় জীবনে উন্নতির ক্ষেত্রেও প্রতিবন্ধক।
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুণ নেছা, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,উপজেলা সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল,সাংবাদিক লতা মন্ডল,সাংবাদিক দেবব্রত দাস দেবু। এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা সাবরেজিস্ট্রি অফিস সংলগ্ন রাস্তায় সচেতনতামূলক মানববন্ধন করা হয়।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত