সিরাজদিখানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ: ২৩ জুন ২০২১, ১৬:৫৯ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানের গৌরবময় ঐতিহ্যের অধিকারী দলটি ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে যাত্রা শুরু করে। এ উপলক্ষে আজ সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
আজ বুধবার বেলা ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপজেলাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈনূল হাসান নাহিদ,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার,রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এম আর তালুকদার বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শামীম চৌধুরী চঞ্চল,উপজেলা তাতীঁলীগ সভাপতি মোঃ রাসেল শেখ,আলম খান প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকীর দল। দলটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত