সিরাজদিখানে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৫ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:৪১

মুন্সীগঞ্জ সিরাজদিখানে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০সেপ্টেম্বর) বেলা সারে ১১ টার দিকে দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলে,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী ,সিরাজদিখান উপজেলা জামাত সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম মিয়া,সিরাজদিখান থানার (ওসি তদন্ত) হাবিবুর রহমান,  সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা, সিরাজদিখান উপজেলা জামাত সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান,মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল করিম, বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন,লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজ ফজলুল হক,শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল,ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা প্রমুখ।

এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত