সিরাজদিখানে অবসর প্রাপ্ত পুলিশ সদস্যকে পিটিয়ে আহত
প্রকাশ: ৩ জুন ২০২২, ১৯:২৯ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৭
জমি নিয়ে বিরোধের জের ধরে মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষ। গত বুধবার সকালে উপজেলার উত্তর বয়রাগাদী গ্রামে এ ঘটনা ঘটে। গুুত্বর আহত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আঃ সালাম বেপারীকে ঢাকা স্যার সলিমোল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গুরুত্বর পুলিশ সদস্যের স্বজনরা অভিযোগ করেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আঃ সালাম বেপারী সঙ্গে তাঁর চাচাতো বোনের ছেলেদের ৫৯ শতাংশ জমি নিয়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই জমিতে চাচাতো বোনের ছেলেরা লোকজন নিয়ে জোড় করে ঘড় উঠাতে যায়। এতে বাধা দিলে হত্যার উদ্দেশ্যে তার ডান হাত ভেঙ্গে পিটিয়ে গুরুতর আহত করা হয় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আঃ সালাম বেপারীকে। স্বজনরা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আঃ সালাম বেপারী কে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সিরাজদিখান থানার (ওসি) মোঃ মিজানুল হক বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আঃ সালাম বেপারী সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত