সিরাজদিখানে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন কেন্দ্রের ত্রি-বার্ষিক সম্মেলন
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ১৯:৪৭ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:৫৪
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সিরাজদিখানে কেন্দ্রের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগষ্ট) বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর কলেজ হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ২০২৩-২০২৬ সালের জন্য ৩ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়ছে। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন হেলেনা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ ইসমাইল শেখ।
অনুষ্ঠিত সম্মেলণে প্রধান অতিথি ছিলেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. নূহ-উল-আলম লেনিন। বিশেষ অতিথি ছিলেন অধ্য¶ মোঃ জাহাঙ্গীর হাসান, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগ শ্রমবিষয়ক সম্পাদক সামসুল হক, মুন্সিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, অগ্রসর বিক্রমপুর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আরিফ সোহেল,কেন্দ্রীয়,অগ্রসর বিক্রমপুর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নাছির উদ্দিন জুয়েল,মালখানগর কলেজ অধ্যক্ষ শফিকুল ইসলাম হাওলাদার,মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান,এ্যডভোকেট মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে সভাপতিত্ব করেন অগ্রসর বিক্রমপুর সিরাজদিখান কেন্দ্রের সভাপতি হেলেনা ইয়াসমিন, সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক আমিন শেখ। অনুষ্ঠানের শুরুতে অগ্নিবীনা ললিতকলার সংগীত শিল্পীরা উদ্বোধনী ও স্বাগত সংগীত পরিবেশন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত