সিরাজগঞ্জে ট্রাক উল্টে গাছের গুঁড়ি রেললাইনে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:২৭ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:২১

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে ট্রাক উল্টে রেললাইনের ওপর পড়েছে গাছের গুঁড়ি। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সেতুর ২১ নাম্বার পিলারের কাছে ট্রাকটি উল্টে যায়।

অল্প সময়ের মধ্যে গুঁড়িসহ ট্রাকটি উদ্ধার করে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ। এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে রেল সংশ্লিষ্টরা।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১১টার দিকে ট্রাকে থাকা গাছের গুঁড়িগুলো বঙ্গবন্ধু সেতুর রেল লাইনের ওপরে গিয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছের গুঁড়িগুলো সরিয়ে ফেলা হয়। তবে এতে কোনো ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। ট্রাকটিতে ক্ষমতার চেয়ে অধিক মালামাল বহন করায় এমনটা ঘটে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত