সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিলেন পাপন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৯ মে ২০২২, ১১:৫৩ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:০৩

সিনিয়র ক্রিকেটারদের কেউ কেউ টেস্ট খেলতে চান না- এমন অভিযোগ বহুদিনের। তবে সর্বশেষ আইপিএল খেলতে যাওয়া মোস্তাফিজুর রহমানকে নিয়ে জাতীয় দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজনের সমালোচনার পর ফের বিষয়টি নিয়ে সরগরম হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন।

মোস্তাফিজ প্রসঙ্গ দিয়ে শুরু হলেও ফের আলোচনায় উঠে এসেছে সাকিব আল হাসানের টেস্ট খেলার প্রতি অনীহার বিষয়টিও। এবার তাই সাকিব, মুশফিক ও মোস্তাফিজদের মতো সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।  

রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি প্রধান বলেন, 'টি-টোয়েন্টি আসার পর অনেক কিছু বদলে গেছে, ক্রিকেটে একটা বিরাট পরিবর্তন আসছে। আপনি যদি টি-টোয়েন্টি ফোকাস করতে চান এবং চিন্তা করেন আমি টি-টোয়েন্টি খেলে যাব, কারণ এটা তো অনেকদিন খেলা যায়। টি-টোয়েন্টিতে যদি আপনার মনোযোগ থাকে তাহলে আপনার অন্য একটা ফরম্যাটে মনোযোগ বা পারফরম্যান্স খারাপ হওয়া অস্বাভাবিক কিছু না। '

এরপর সিনিয়রদের সতর্ক করে পাপন বলেন, 'অনেক ভালো টেস্ট প্লেয়ার দেখবেন যারা টি-টোয়েন্টিতে মনোনিবেশ করছে টেস্টে তাদের পারফরম্যান্স হয়নি এবং তারা আস্তে আস্তে সরে আসছে। এটা খুবই ন্যাচারাল। আমাদের দেশে যে ব্যাপারটা হয়েছে যে, আমাদের এই প্লেয়ারদের আমরা চাই না তারা মন খারাপ করে যাক, আমরা চাই তারা হাসিমুখে যাক। নিজেরা সিদ্ধান্ত নিক, যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে ততই ভালো। '

তিনি আরও বলেন, 'কিন্তু একটা সময় তো আসবে যদি সিদ্ধান্ত না নেয়, তখন আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বলতে আমি না, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেটাই হবে। আমার ধারনা তাই করবে, অলরেডি তো রিয়াদ টেস্ট থেকে সরে আসছে, তামিম টি-টোয়েন্টি খেলছে না, মুশফিক এখনো খেলছে, বাট ওর চিন্তা ভাবনা জানা যাবে, ও কি চিন্তা ভাবনা করছে, আমরা জানতে পারব। '

সাকিবের টেস্ট খেলার প্রতি অনীহার ব্যাপারে বোর্ডের ভাবনা জানিয়েছেন পাপন। তিনি বলেন, 'সাকিবের ব্যাপারটা আবার অন্যদের সঙ্গে মিলে না। সব ফরম্যাটে সবাই ওকে চায়, কিন্তু ওকে পাওয়াটা কঠিন। আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে কোনটা খেলবে না। ওর সঙ্গে আমি যখন কথা বলি মনে হয় ও সবগুলোই খেলতে চায়। কিন্তু আবার যখন খেলা আসে, তখন দেখা যায় ওর সমস্যা। কিছু না কিছু সমস্যা থাকে, এটা তো অস্বীকার করার উপায় নেই। তাই আসলে ওরটা বলা একটু কঠিন। তবে আমি মনে করি যে এই সিদ্ধান্তটা প্লেয়ারদেরকেই নিতে হবে। '

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত