এমডব্লিউসি ২০২২ -এ নিজেদের সবুজ প্রযুক্তি উন্মোচন করবে ব্র্যান্ডটি

সাসটেইনিবিলিটি অর্জনে নিজেদের নানা পদক্ষেপ প্রকাশ করলো অপো

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৬ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৫

[ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২২] চলতি বছরের বার্সেলোনা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসকে(এমডব্লিউসি) সামনে রেখে ২০২১ অপো সাসটেইনিবিলিটি রিপোর্ট উন্মোচন করেছে অপো। ব্র্যান্ড মিশন ‘টেকনোলজি ফর ম্যানকাইন্ড, কাইন্ডনেস ফর দ্য ওয়ার্ল্ড’ এর দিকে যাত্রা অভিমুখে নিজেদের প্রোডাক্ট সাইকেলের সকল ক্ষেত্রে সাসটেইনিবিলিটি ও পরিবেশ-বান্ধব ধারণা সমন্বয়ে প্রতিষ্ঠানটির অর্জনের বিষয়গুলো এ প্রতিবেদনে উঠে এসেছে।  

অপো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘৩আর+১ডি’ প্যাকেজিং নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, ব্র্যান্ডটি প্যাকেজিংয়ের ওজন কমাতে, রিসাইকেল করা উপকরণের পুনঃব্যবহারে এবং রিসাইকেলযোগ্য ও বায়োডিগ্রেডেবল উপকরণ প্যাকেজিং -এর ক্ষেত্রে ব্যবহারে কাজ করবে। ইউরোপের বাজার থেকে শুরু করে, অপো সফলভাবে স্মার্টফোন পণ্যে ব্যবহৃত প্যাকেজিংয়ের পরিমাণ ২০১৯ সাল থেকে ২৪ শতাংশ কমিয়েছে। প্লাস্টিক উপকরণগুলো এখন পরিবর্তনযোগ্য নয়, তাই অপো বায়োডিগ্রেডেবল পলিল্যাকটিক অ্যাসিড ম্যাটেরিয়াল ব্যবহার করেছে। পাশাপাশি,   প্রায় ৪৫ শতাংশ প্যাকেজিং রিসাইকেলযোগ্য ফাইবার দিয়ে ইউরোপের বাজারের জন্য স্মার্টফোন প্যাকেজিং করা হয়েছে, যার ফলে  কাঁচামাল ব্যবহারের পরিমাণ হ্রাস পেয়েছে। 

পণ্যের স্থায়িত্ব বাড়াতে, ব্যাটারির লাইফস্প্যান বৃদ্ধিতে অপো সেলফ-ডেভেলপড ব্যাটারি হেলথ ইঞ্জিন চালু করেছে। এই উদ্ভাবনী প্রযুক্তির ফলে ১৬শ’ বার পর্যন্ত চার্জিং-ডিসচার্জ হওয়ার পরেও ব্যাটারির এর সক্ষমতা ৮০ শতাংশ পর্যন্ত বজায় রাখতে সক্ষম।

অপো ইতোমধ্যেই একটি পণ্য রিসাইক্লিং ব্যবস্থা তৈরি করেছে। এবং ব্যবহৃত মোবাইল ফোনের রিসাইক্লিং ও এর পুনঃব্যবহার ধারণা ছড়িয়ে দিতে জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে ট্রেড-ইন সুবিধা প্রদান করছে। চীনে, এখন পর্যন্ত ১২ লাখেরও বেশি ফোন এই উদ্যোগের মাধ্যমে রিসাইকেল করা হয়েছে, যা ইলেকট্রনিক বর্জ্যের হিসেবে ২১৬ টনেরও বেশি। ইউরোপিয়ান ইউনিয়নসহ অন্যান্য অঞ্চলে অর্থ সহায়তার মাধ্যমে স্থানীয় রিসাইক্লিং সিস্টেম চালু করেছে এবং প্যাকেজিং বর্জ্য এর জন্য গ্রিন ডট রিসাইক্লিং প্রোগ্রামে অংশ নেয়। এবং পেশাদার তৃতীয় পক্ষ রিসাইক্লিং প্রতিষ্ঠানের সাথে কাজ করেছে।  

নিজেদের বিভিন্ন উদ্যোগ গ্রহণ ছাড়াও অপো সাসটেইনিবিলিটি নিয়ে প্রচারে অন্যান্য অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে:

ইকো রেটিং লেবেলিং স্কিমে যোগদান করে অসামান্য ভূমিকা রাখা প্রথম প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম অপো। পাঁচটি প্রধান ক্ষেত্রে মোবাইল ফোনের পরিবেশগত পারফরমেন্স মূল্যায়ন করার লক্ষ্যে শীর্ষস্থানীয় ইউরোপীয় মোবাইল অপারেটররা এই স্কিম চালু করে। ক্ষেত্রগুলো হলো: স্থায়িত্ব, সুষ্ঠুভাবে সম্পদের ব্যবহার, মেরামতযোগ্যতা, পুনর্ব্যবহারযোগ্যতা, জলবায়ু দক্ষতা।

পরিবেশ সুরক্ষায় ভূমিকা পালনের প্রচেষ্টা ছাড়াও ডিজিটাল অন্তর্ভুক্তি, স্বাস্থ্য ও সুস্থতা এবং তরুণদের ক্ষমতায়ন সহ বিভিন্ন উল্লেখযোগ্য ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদানের মাধ্যমে অপো দীর্ঘদিন যাবত টেকসই উন্নয়নে অবদান রাখতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। উদাহরণস্বরূপ, ৭৬৬টি ডিসপ্লে প্রোফাইল অফার করে এমন কালার ভিশন এনহ্যান্সমেন্ট ফিচার তৈরি করেছে অপো। এটি বর্ণান্ধ ব্যক্তিদের জন্য পার্সোনালাইজড সমাধান প্রদান করে। তরুণদের ক্ষমতায়নে দীর্ঘ সময় ধরে অপো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। অপো টানা তিন বছর এর রেনোভেটরস ইমার্জিং আর্টিস্টস প্রজেক্ট পরিচালনা করেছে, যা ভবিষ্যতে শিল্পকলা ও প্রযুক্তি কীভাবে একসাথে কাজ করবে তা তুলে ধরতে সৃজনশীল তরুণদের এক ব্যতিক্রমী প্ল্যাটফর্ম প্রদান করে। 

চলতি মাসের শেষের দিকে, বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২২ -এ ‘শেইপ দ্য ফিউচার’ থিমের অধীনে প্রদর্শনী করবে অপো। এমডব্লিউসি ২০২০ চলাকালীন, অপো এর উদ্ভাবনী মোবাইল প্রযুক্তি, এআর ও ফাইভজিতে নিজেদের সাম্প্রতিক অর্জন এবং সাসটেইনেবিলিটির ক্ষেত্রে সফলতার গল্প উপস্থাপন করবে। ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত, এমডব্লিউসি বার্সেলোনায় #৩এম১০, হল ৩, ফিরা গ্র্যানে অপো বুথ প্রদর্শনের জন্য সকলকে আমন্ত্রণ। ২৮ ফেব্রুয়ারি মধ্য ইউরোপীয় সময় ১৫:০০-এ অপো একটি প্রেজেন্টেশনও আয়োজন করবে। ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করা সকলকে অপো বুথে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে; যারা ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারছেন না তাদের জন্য অপো’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি লাইভ স্ট্রিম করা হবে। 

অপো’র ২০২১ সাসটেইনেবিলিটি রিপোর্ট পাওয়া যাবে এ লিঙ্কে: https://www.oppo.com/content/dam/oppo/common/mkt/footer/2021-OPPO-Sustainability-Report-EN.pdf

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত