সারাদেশে শ্রদ্ধার সাথে পালিত হয়েছে জাতীয় গণহত্যা দিবস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০৩ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২২:২৯
মেহেরপুরে গণহত্যা দিবস পালিত
(ইসমাইল হোসেন,মেহেরপুর প্রতিনিধি)
মেহেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সামাদ বাবলু বিশ্বাস, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।
কাউনিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভা
(মোঃ সারওয়ার আলম মুকুল, কাউনিয়া রংপুর প্রতিনিধি)
কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা গত শনিবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সিঞ্চিতা রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, থানা অফিসার ইনচার্জ চার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম প্রমূখ।
শাজাহানপুরে গণহত্যা দিবসের আলোচনা সভা
(শাজাহানপুর, বগুড়া প্রতিনিধি)
গণহত্যা দিবস উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে গণহত্যা দিবসের ওপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মোস্তারী।
উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসানের সঞ্চলনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাইফুল আলম,উপজেলা মাধ্যমিক মাহবুবুল হক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা,উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মাস্টার,বীর মুক্তিযোদ্ধা নীরন্দ্র মোহন সাহা,বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আমজাত হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাফি সহ সরকারী কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আদমদীঘিতে গণহত্যা দিবস পালিত
(আদমদীঘি বগুড়া প্রতিনিধি)
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন কল্পে গতকাল সকালে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫মার্চ গণহত্যা, মহান মুক্তিযুদ্ধ সর্ম্পকে স্মৃতিচারণ,দোয়া মাহফিল ও এক আলোচনা সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী,প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন,থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম,বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,বীরমুক্তিযোদ্ধা আবির উদ্দীন খান,অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।
ভাঙ্গায় ২৫ মার্চ গনহত্যা দিবস স্মরণে আলোচনা সভা
(মাহমুদুর রহমান তুরান,ভাঙ্গা ফরিদপুর)
ফরিদপুরের ভাঙ্গায় ২৫ মার্চের ভয়াল কাল রাত্রি স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ডা: কাজী আবু ইউসুফ স্টেডিয়াম সম্মেলন কক্ষে এনজিও সংস্থা সুর্যমুখীর আয়োজনে ভাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এতে বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক- শিক্ষার্থী সহ নানা শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে একাডেমিক সুপার ভাইজার প্রহলাদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব, যুদ্ধকালীন গ্রুপ লিডার নারী মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য, থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা মোঃ মোমিনুর রহমান প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত