সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো না: আইনমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২২, ১৪:০০ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫

ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো না। ধর্ম যার যার উৎসব সবার। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তিনি উপজেলার বিভিন্ন মন্দিরে ব্যক্তিগত ফান্ড থেকে অনুদান দেন।

শ্রী শ্রী রাধামাধব আখড়ার নির্বাহী সভাপতি চন্দন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, ইউএনও অংগ্যজাই মারমা, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী ও আখড়ার সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত