সাভারে ৬০ ড্রাম সয়াবিনসহ ট্রাক লুট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৪, ১৬:৪৫ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৭

সাভারে প্রায় সাড়ে ১৯ লাখ টাকার ৬০ ড্রাম সয়াবিন তেলসহ একটি ট্রাক মহাসড়ক থেকে লুট করেছে ডাকাতরা। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্বনাথ ট্রেডার্সের মালিক লোকনাথ ঘোষ।

বুধবার (৯ অক্টোবর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংকটাউন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল তাদের মাইক্রোবাসে করে ট্রাক চালক ও সহযোগীকে ধামরাইয়ে ফেলে গিয়েছিল।

লুট হওয়া ট্রাকের চালক সেলিম মিয়া বলেন, রাতে ডেমরা থেকে সয়াবিন তেলের ৬০টি ড্রাম লোড করে সাভারের নামাবাজারের উদ্দেশ্যে রওনা করি। হেমায়েতপুরের আলমনগর এলাকায় পৌঁছলে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি গাড়ি থামিয়ে ড্রামে কি আছে ও গন্তব্য জানতে চায়। গন্তব্য ও সয়াবিন তেলের খবর শুনে তিনি আমাদের যেতে বলেন। আমরা ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজে উঠতেই একটি হাইয়েস মাইক্রোবাস আমাদের গতিরোধ করে। এ সময় হাইয়েস মাইক্রোবাসটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরে কয়েকজন মাইক্রোবাস থেকে নেমে প্রথমে আমাকে ও পরে সহযোগীকে (হেলপার) তাদের মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে ঘুমের ওষুধ খাওয়ায়। পরে ধামরাই সুতিপাড়া এলাকায় নিয়ে আমাদের সড়কের পাশে ফেলে রেখে চলে যায় ডাকাতরা।

সাভার মডেল থানার কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, এ ধরনের একটি অভিযোগ এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে।

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত