বেতন ভাতার দাবিতে সিলেটের চা শ্রমিকদের আন্দোলন

প্রকাশ: ৪ মে ২০২৫, ১৩:৫২ | আপডেট : ৪ মে ২০২৫, ১৭:৩৮

সিলেটের বুরজান চা কোম্পানির অধীনে থাকা তিনটি বাগান ও একটি কারখানার শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। দীর্ঘ ২০ সপ্তাহ বা পাঁচ মাসের মজুরি বকেয়া থাকায় ক্ষোভে ফেটে পড়েন তারা।
আজ রবিবার (৪ মে) সকাল থেকে তারা এই আন্দোলন করছেন। আজকের কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিমানবন্দর সড়কে অবস্থান কর্মসূচি পালনের কথা রয়েছে। সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও, শেষ খবর পাওয়া পর্যন্ত তা কিছুটা বিলম্বিত হয়েছে।
এর আগে শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন এবং বিভিন্নভাবে তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরেন, তবে কোনো কার্যকর সমাধান না মেলায় তারা আন্দোলনের পথে নামেন।
চা শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, তারা প্রথমে ১২ সপ্তাহ পর্যন্ত বিনা মজুরিতে কাজ চালিয়ে যান। কর্তৃপক্ষের বারবার আশ্বাস সত্ত্বেও যখন কোনো মজুরি বা রেশন পাননি, তখন তারা কাজ বন্ধ করে প্রতিবাদ শুরু করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, কিছুদিন আগেই শ্রমিকদের রেশন সরবরাহ করা হয়েছে। এছাড়াও শ্রমিকদের মজুরি পরিশোধে যাতে কোনো জটিলতা না থাকে, সে লক্ষ্যে চা বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।
বুরজান চা বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বাগানটি লোকসানে রয়েছে। এ অবস্থায় তারা কৃষি ব্যাংকের কাছে একটি ঋণ আবেদন করেছেন। ঋণ অনুমোদন পেলেই শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা সম্ভব হবে বলে জানানো হয়। তার আগে কর্তৃপক্ষের পক্ষে মজুরি দেওয়া সম্ভব নয় বলে স্পষ্টভাবে জানানো হয়।
এদিকে শ্রমিকেরা জানিয়েছেন, দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না এবং আন্দোলন চালিয়ে যাবেন।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত