সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইউনুস আর নেই
প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ০৮:৫০ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে ৪ বারের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুকালে তার বয়স ৭৭ হয়েছিল বলে নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।
তিনি জানান, অধ্যাপক ইউনুস বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মাসখানেক আগে তার শারীরিক অস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান তিনি।
অধ্যাপক ইউনুস ১৯৭৩ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, ৮৮ সালে জাতীয় পার্টি এবং ২০০১ সালে বিএনপি থেকে সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত