সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কবরে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের শ্রদ্ধা

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫১ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৪

সাবেক অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলমের প্রথম মৃত্যুবার্ষিকীতে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ।

আজ ঢাকায় শহীদ বুদ্ধিজীবি কবর স্থানে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের সহ-সভাপতি  সাবেক এর্টনী জেনারেল এডভোকেট মাহবুবে আলমের কবরস্থানে  ফুলের তোড়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

এসময় উউপস্থিত ছিলেন, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন - লৌহজং কেন্দ্রের সভাপতি মোঃ কবির ভূঁইয়া কেনেডি, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন -কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নাসির উদ্দিন জুয়েল, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন - লৌহজং কেন্দ্রের সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন - লৌহজং কেন্দ্রের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম,  অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন - লৌহজং কেন্দ্রের সমাজ উন্নয়ন সম্পাদক - নাসিম আলম কাজল, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন - লৌহজং কেন্দ্রের যুব-ক্রীড়া সম্পাদক শিমুল কুমার দে, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন - লৌহজং কেন্দ্রের দপ্তর সম্পাদক মোঃ লিয়াকত,  অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন - লৌহজং কেন্দ্রের সদস্য শাহআলম বাহার, আব্দুল কাদির মুন্সী,  মোঃ জাকারিয়া মোড়ল, মোঃ স্বপন মুন্সী প্রমুখ। খবর সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত