সাকিবের সেই মোনার্ক পদ্মাই হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে

  ক্রীড়া সংবাদদাতা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ১১:৪৯ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩১

হকি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালো ছিল না ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মার। সেই মোনার্ক পদ্মাই শেষ পর্যন্ত দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকির ফাইনালে।

মঙ্গলবার মওলানা ভাসানী স্টেডিয়ামে লিগের দ্বিতীয় কোয়ালিফায়ার্সে মোনার্ক পদ্মা ৪-৩ গোলে হারিয়েছে রূপায়ন সিটি কুমিল্লাকে। বৃহস্পতিবার ফাইনালে মুখোমুখি হবে একমি চট্টগ্রাম ও মোনার্ক পদ্মা।

দুই গোলে পিছিয়ে পড়েছিল মোনার্ক পদ্মা। প্রথম কোয়ার্টারেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল রূপায়ন সিটি কুমিল্লা। কিন্তু সেই লিড তারা ধরে রাখতে পারেনি। পিছিয়ে থাকা পদ্মাই দারুণভাবে জিতে নেয় ম্যাচটি।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ব্যবধান কমিয়ে আনে মোনার্ক পদ্মা। এর পর তারা ম্যাচে সমতা আনে দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে। শেষ দুই কোয়ার্টারে গোল হয়েছে তিনটি। দুটি করেছে মোনার্ক পদ্মা ও একটি রূপায়ন সিটি।

৩৮ মিনিটে রূপায়ন সিটি আবার এগিয়ে গেলেও দমে যায়নি পদ্মা। ৪৯ মিনিটে তৃতীয় গোল করে ম্যাচে সমতা আনেন জিমিরা। ৫৪ মিনিটে করে জয়সূচক গোল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত