সাকিবের বায়োপিকে শিশিরের চরিত্রে মেহজাবীন!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১৪:৫৩ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:২৫

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বায়োপিক নির্মাণ হবে। এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে বায়োপিক নির্মাণ হয়নি। ফলে সাকিবের বায়োপিকের ঘোষণা আসতেই তা টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

শনিবার রাতে দারাজ প্রেজেন্টস ক্রিকফ্রেঞ্জি লাইভে এসে সাকিব আল হাসান নিজেই এ তথ্য দেন।

সাকিবের বায়োপিকের খবর প্রকাশ্যে আসতেই বায়োপিকে কে অভিনয় করছেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। ছবিতে সাকিব ও তার পত্নী শিশিরের চরিত্রে কাদের ভালো মানাবে সে বিষয়েও মত দিয়েছেন অনেকে। 

চেহারার মিল থাকায় শিশিরের জায়গায় প্রায় সবাই দেখতে চেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। 

আর সাকিবের ভূমিকায় ইয়াশ রোহান ও জিয়াউল রোশানের নামে আসে। রোহানের সঙ্গে সাকিবের চেহারা ও কণ্ঠে বেশি মিল থাকায় ভোটের পাল্লা তার দিকেই ঝুলে আছে।

তবে বায়োপিক কে নির্মাণ করছেন বা কারা থাকবেন সে ব্যাপারে কোনো তথ্য দেননি সাকিব আল হাসান। শেষ পর্যন্ত কারা অভিনয় করবেন তা জানতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত