সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে কাউনিয়ায় সাংবাদিকদের শোক ও সমবেদনা প্রকাশ
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১০ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:৪৩
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে সভাপতি বরেণ্য সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রংপুরের কাউনিয়া উপজেলা থেকে প্রকাশিত প্রত্যাশার আলো পত্রিকা পরিবার ও সাংবাদিক সমাজ। শোক ও সমবেদা জানিয়েছেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, নির্বাহী সম্পাদক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম শরিফ, বিজ্ঞাপন ম্যানেজার জহির রায়হান, প্রেস ক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমদ, সম্পাদক গোলাম মোস্তফা আনসারী আজাদ, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, নিতাই চন্দ্র রায়, মিজানুর রহামন, সাইদুর রহমান, সাইফুল ইসলাম, জসিম, সোহাগ প্রমূখ। রুহুল আমিন গাজী গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার রাত নটায় ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি বাংলাদেশের বৈষম্যের শিকার নির্যাতিত, নিপীড়িত সাংবাদিকদের অধিকার আদায়ের সম্মুখভাগের সাহসী কলম সৈনিক ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন সাংবাদিকদের অধিকার আদায়ের অভিভাবক হারালেন। কাউনিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবার, সহকর্মী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত