সহিংসতা চাই না, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৪:২৪ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৬

পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তবে সহিংসতা চাই না।’মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুরের মিঠাপুকুরের জনসভায় এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ‘আপনারা দেখেছেন, আপনাদের নিশ্চয় মনে আছে, ২০১৩-১৪ সালে কীভাবে আগুনসন্ত্রাস করেছে বিএনপি-জামায়াত। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। তাই আপনারা এবার নৌকায় ভোট দিন। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেজন্যই আমরা আপনাদের ভোট চাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দিন।’

দেশের সড়ক যোগাযোগে সরকার অভূতপূর্ব উন্নয়ন করেছে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সহিংসতা না হয় সেদিকে খেয়াল রাখবেন।’

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত