সহিংসতা কমিয়ে আনার প্রতিশ্রুতি ইসরায়েল ও ফিলিস্তিনের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৫ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:৫৬

ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তারা সহিংসতা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল রোববারের বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে ইসরায়েল বলেছে, চার মাস পর্যন্ত দখলকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের আলোচনা স্থগিত রাখা হবে।

জর্ডানের আকাবা শহরে অনুষ্ঠিত ওই বৈঠকে যুক্তরাষ্ট্র, জর্ডান ও মিসরের কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিনিধিদের আলোচনা হয়। কয়েক বছরের মধ্যে এ ধরনের বৈঠক এই প্রথম।

 বিবৃতিতে আরও বলা হয়েছে, ছয় মাসের জন্য পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের অনুমোদন বন্ধ রাখা হবে। বিবৃতিতে ইসরায়েল ও ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়েছে, সহিংসতা প্রতিরোধে দেশ দুটি ঘনিষ্ঠভাবে কাজ করবে। দেশ দুটি সহিংসতা কমিয়ে আনার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। দুই দেশ পূর্ববর্তী চুক্তির প্রতি তাঁদের অঙ্গীকার সুনিশ্চিত করেছে। জর্ডান, মিসর ও যুক্তরাষ্ট্র বলেছে, এ সমঝোতা ইসরায়েল ও ফিলিস্তিনের সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

তবে গাজার ক্ষমতায় থাকা ফিলিস্তিনের রাজনৈতিক দল হামাস এ বৈঠককে অর্থহীন বলেছে। বৈঠকে পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি সরকার অংশ নেওয়ায় নিন্দা জানিয়েছে হামাস। আগামী মাসের শেষ দিকে পবিত্র রমজান মাস শুরু হবে। রমজানকে সামনে রেখে সহিংসতা বেড়ে যাওয়ার উদ্বেগ নিরসনে এ বৈঠকের আয়োজন করা হয়।

তবে এসব পদক্ষেপের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার সমস্যার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের দায়িত্বে নিয়োজিত। তিনি টুইটে বলেছেন, ‘জর্ডানে তাঁরা কী আলোচনা করেছেন আর কী করেননি, তা নিয়ে আমার কোনো ধারণা নেই। তবে একটা জিনিস আমি জানি—ইহুদি বসতি সম্প্রসারণকাজে কোনো ভবনের নির্মাণকাজ বা উন্নয়ন এক দিনের জন্যও থেমে থাকবে না।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত