সহিংসতার দায় বিএনপি নেতারা এড়াতে পারবেন কি না, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১৩:৪০ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:০০
রাজধানীতে গত শনিবারের (২৮ অক্টোবর) সহিংসতার দায় বিএনপি নেতারা এড়াতে পারবেন কি না, সে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বিএনপি নেতারা মঞ্চে বসে থাকা অবস্থায় এসব সহিংসতার ঘটনা ঘটেছে।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অগ্নিসংযোগ, পুলিশকে পিটিয়ে হত্যা, আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ—এগুলোর দায় কি বিএনপির নেতারা এড়াতে পারেন? কেননা তারা মঞ্চে বসে থাকা অবস্থায় এ ঘটনাগুলো ঘটেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনায় যারা ঢুকেছে সিসি ক্যামেরা দেখে তাদের চিহ্নিত করে মামলা হবে। পুলিশকে পিটিয়ে হত্যার জন্য মামলা হবে। হাসপাতালে হামলার ঘটনায় মামলা হবে। গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায়ও মামলা হবে। আমার জানা মতে, শখানেক পুলিশ সদস্য আহত হয়েছেন। আওয়ামী লীগের নারী নেত্রীদের ওপরও হামলা হয়েছে।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করতে চাইলে তা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
বিএনপির নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, এ সহিংসতা যখন হচ্ছিল তখন সিনিয়র নেতারা (নয়াপল্টনে) মিটিং করছিলেন। তাদের ডিএমপি কমিশনার বারবার জিজ্ঞেস করছিলেন; মহাসমাবেশের সীমানা কতোদূর হবে, তারা জানিয়েছিলেন—নাইটেঙ্গেল মোড় পর্যন্ত। কিন্তু তারপরও যে সহিংসতা হয়েছে, সেটির দায় কি বিএনপি নেতারা এড়াতে পারবেন?
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত