সস্ত্রীক করোনায় আক্রান্ত লেখক-বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর
প্রকাশ: ৯ এপ্রিল ২০২১, ১১:৫১ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৭
সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ও লেখক-বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর। বর্তমানে তারা দুইজনই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বদরুদ্দীন উমর (৮৯) ও তার স্ত্রী সুরাইয়া হানমের (৮৪) করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তাদের শরীরে জ্বর না থাকলেও বদরুদ্দীন উমর শ্বাসকষ্টে ভুগছেন।
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম জানান, বদরুদ্দীন উমর এবং তার স্ত্রী সুরাইয়া হানমের বয়স বিবেচনায় দুইজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া প্রয়োজন। কিন্তু বৃহস্পতিবার দিনভর চেষ্টা করেও কোনো হাসপাতালে বেড খালি পাওয়া যায়নি। এই কারণে আপাতত তাদের বাসায় রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে বদরুদ্দীন উমর নিজের ও স্ত্রীর আশু রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত