সশরীরে ক্লাস-পরীক্ষায় ফিরছে ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ৬ মে ২০২৪, ১৪:১১ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫
তীব্র তাপপ্রবাহ চলমান না থাকায় সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ সোমবার এই সিদ্ধান্তের অনুমোদন দেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সারা দেশের ওপর দিয়ে চলমান তীব্র তাপদাহ সহনশীল পর্যায়ে আসায় আগামী বুধবার (৮ মে) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে।’
এর আগে, গত ২১ এপ্রিল তীব্র তাপপ্রবাহের (হিট ওয়েভ) কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত