সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেস সচিব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৭:০৭ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৯

আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের অভিযোগ, বিএনপিকে বাড়তি সুবিধা দিচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দাবি, ‘সরকার কোনো দলকেই বিশেষ সুবিধা দিচ্ছে না।’

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।প্রেস সচিব বলেন, ‘নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না।’

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, ‘আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি। কারণ তারা মনে করেছে, আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।’

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে গণভোট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘সরকার হ্যাঁ ভোট চাইতে পারে। প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন, ইসিসহ সবাই প্রস্তুত রয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

আসন্ন নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘পতিত সরকারের লোকজন নির্বাচনে মিসইনফরমেশন (অপতথ্য) ছড়াতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত।’

প্রেস সচিব আরও বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন মনে করে, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভালো আছে। সম্প্রতি দুয়েকটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সরকার প্রত্যেকটা ঘটানা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সব ঘটনাতেই আসামি ধরা পড়ছে।’

ব্রিফিংয়ে আরও কথা বলেন প্রদান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ তৈয়্যব। পারিবারিক কলহের জেরে নরসিংদীতে মনি চক্রবর্তী হত্যাকাণ্ডের ঘটনাকে সাম্প্রদায়িক হামলা বরে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি জানান। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত