পঞ্চগড়ে হাদী হত্যার দাবিতে সড়ক অবরোধ, সেনাবাহিনীর সঙ্গে বাকবিতণ্ডা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৮:৩৭ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৪১
ইনকিলাব মঞ্চের মূখপাত্র ওসমান ফয়সাল হাদীর হত্যার বিচারের দাবিতে পঞ্চগড় শহরের করতোয়া সেতুর সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সরকারি মকবুলার রহমান সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা সেখানে এসে জড়ো হয়।এসময় সেতুর দুপাশে শত শত ট্রাক সহ সকল রকমের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারন মানুষও। এক পর্যায়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী আসে।
এসময় পুলিশ ও সেনাবাহিনী অবস্থানকারিদের সরে যেতে বলে। এসময় সেখানে উত্তেজনা দেখা দেয়। আন্দোলনাকারিদের অভিযোগ কর্মসূচি প্রত্যাহার করলে শেষ মূহুর্তে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে অতর্কিত লাঠি চার্জ করে। এসময় আরো উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
পরবর্তীতে অমিমাংসিত ভাবে কর্মর্সূচি প্রত্যাহার সহ আন্দোলকারিরা ঘটনাস্থল ত্যাগ করে। বিকেল পাঁচটা পর্যন্ত ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছিল। ঘটনাস্থলে বেষম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি ও সান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ ব্ষিয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন আন্দোলনকারিরা উত্তেজনার মধ্যে ঘটনাস্থল ত্যাগ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত