সরকারি সুবিধাভোগী নির্বাচনের প্রচারে নামলে প্রার্থীতা বাতিল

  লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১৫:৩৬ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০০

সরকারি সুবিধা ভোগ করে এমন কেউ নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করলে যে প্রার্থীর প্রচার করবে, তার প্রার্থীতা বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শনিবার (২৭ এপ্রিল) লালমনিরহাট সফরে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচন কমিশন চায় সহিংসতামুক্ত সুষ্ঠু একটি নির্বাচন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রচার-প্রচারণা চালাতে হবে। এর বাইরে গেলেই শাস্তি পেতে হবে প্রার্থীকে।

লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও প্রিজাইডিং অফিসারদের সাথে উপজেলা নির্বাচন উপলক্ষে পৃথক মতবিনিময় সভায় যোগ দেন রাশেদা সুলতানা। পরে তিনি সাংবাদিকদের সাথে আলোচনা করেন। এ সময় সকল উপজেলার প্রার্থীরা অংশ নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট নানা সমস্যার কথা তুলে ধরেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত