সরকারিভাবে বেঁধে দেয়া মুন্সীগঞ্জে খুচরা বাজারে এখনো কমেনি আলুর দাম

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫০ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৫:২৩

মুন্সীগঞ্জে সরকারিভাবে বেঁধে দেয়া আলুর দাম খুচরা বাজারে এখনো কমেনি বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এখানকার বাজারে ক্রেতাদের সাথে আলু বেচাকিনা নিয়ে এক ধরণের ইদুর খেলায় মেতে উঠেছে ব্যবসায়িরা। মুন্সীগঞ্জ শহরের প্রধান বাজারে আলু বর্তমানে অনেকটাই উধাও হয়ে গেছে। বাজারে আলু সংকটের নামে ব্যবসায়িরা বিশেষ সুবিধা নেয়ার চেষ্ঠা করছে। বর্তমানে কি দামে আলু বিক্রি হবে তা বেশিরভাগ সাইন বোর্ডে নেই। 

গতকাল রবিবার ভোরের সবজি বাজারে সাদা ও লাল রংয়ের আলু ৪৪ টাকা প্রতি কেজি বিক্রি করতে দেখা যায়। কিন্তু আলু বিক্রি করার কথা ছিল ৩৬ টাকা থেকে ৩৭ টাকা কেজিতে। এ বিষয়ে আলু বিক্রেতারা জানান, তাদের আলু আগে চড়া দামে কেনা। তাই তারা আলু এখনো বেশি দামে বিক্রি করছেন। কবে লাগাত সরকারি দামে আলু এখানে বিক্রি হবে এ ধরণের প্রশ্নে তারা কোন উত্তর দিতে পারেনি।

এদিকে ভালো আলুর পাশাপাশি কাটা আলুও চড়া দামে বিক্রি করতে দেখা যায়। এদিন কাটা আলু ৪০ টাকা কেজিতে বিক্রি করে ব্যবসায়িরা। তাতে এখানকার আলুর বাজারে সরকারিভাবে বেঁধে দেয়া আলুর দামে খুচরা বাজারে কোন প্রভাব পড়েনি কয়েকদিনেও। এখানকার আলুর বাজার অদৃশ্য কোন সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছে বলে আমজনতারা মনে করছেন। যার কারণে এখানে আলু বাজার কোনভাবেই কমছে না। 

তাছাড়া মুন্সীগঞ্জ শহরের প্রধান বাজার থেকে আলু একেবারেই উধাও হয়ে গেছে। গতকাল রবিবার বেলা ৩টার দিকে  এই বাজারে গিয়ে দেখা যায়, বেশির সবজির দোকানে কোন আলু নেই। এখানে আলু ছাড়া সব সবজিই সাজিয়ে রেখেছে ব্যবসায়িরা। 

এ বাজার থেকে যেন আলু উধাও হয়ে গেছে। খুবই কম দোকানে আলু রাখার দৃশ্য চোখে পড়েছে। তাদেরকে আলু দাম জানতে চাইলে বলে এ আলু বিক্রি হয়ে গেছে বলে দাবি করে। এ বিষয়টি অনেক মজার। যেমন আলুর চড়া বাজারে এতো আলু কোন ক্রেতার পক্ষে কেনা সম্ভব না। আলু না বিক্রিতে বাহনা করছে তারা।

 আবার দেখা গেছে চেনা জানা লোকের কাছে ঠিকই সেই আলু বিক্রি করছে। বেশি দামে আলু বিক্রিতে তারাও রয়েছে ভয়ের মধ্যে। সরকারিভাবে আলুর বাজার প্রতিদিনই মনিটরিং করা প্রয়োজন বলে অনেকেই মনে করছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত