সমালোচনার কাঠগড়ায় বন্দি মুশফিকুর রহিম; পাশে দাঁড়ালেন সিডন্স

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২২, ১১:০৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৭

কঠিন এক সময় পার করছেন মুশফিকুর রহিম। পরিসংখ্যান আর পারফরম্যান্স কোনটাই তার পক্ষে কথা বলছে না। সমালোচনার কাঠগড়ায় বন্দি এই ৩৪ বছর বয়সী ক্রিকেটারকে ফরম্যাট বেছে খেলার ইঙ্গিত দিয়েছেন খোদ বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও মুশফিকের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।

সিডন্সের মতে, মুশফিকের খারাপ সময় যাচ্ছে বটে, তবে সেখান থেকে দ্রুতই ফিরে আসবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। চট্টগ্রামে মঙ্গলবার অনুশীলন শেষ সিডন্স সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, মুশফিককে নিয়ে নেতিবাচক কথা বলা বন্ধ রাখতে।

সিডন্স বলেন, ‘তোমাদের উচিত নেগেটিভ কথা বলা বন্ধ করা। তাদের ওপর প্রেশার দিও না। তারা এক সিরিজে হতাশ করেছে দেখে চাপ সৃষ্টি করো না, সবসময় তাদের পাশে থাকো যেন তারা সেই চাপটা অনুভব না করে। মুশি দেশের সবচেয়ে সফল টেস্ট ব্যাটার। সে অনেক রান করেছে। তার হয়তো দক্ষিণ আফ্রিকা সফরের মতো একটা পিরিয়ড এসেছে। তবে আবার রানে ফিরবে সে।’

সিডন্স বললেন, ‘সব ব্যাটসম্যানের এই ধাপটা পার করতে হয়, যেখানে সে রান পায় না তেমন। তবে সে এখানে গত দুই দিনে যেভাবে ব্যাটিং করছে, আমি নিশ্চিত এই সিরিজে সে রান করবে। আমি ওর ব্যাটিং দেখতে মুখিয়ে রয়েছি। ওর সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছি। আমার মতে, সে ভালো একটি সিরিজ কাটাতে চলেছে।’

উল্লেখ্য, মুশফিকের শেষ ১১ ইনিংসে ফিফটি মোটে ১টি। দক্ষিণ আফ্রিকায় গিয়ে রানের দেখা পাননি। টেস্টে সবশেষ সেঞ্চুরি করেছেন ১৮ ইনিংস আগে। সময়ের হিসেবে পেরিয়েছে ২৫ মাস! আন্তর্জাতিক মঞ্চে সবশেষ ৩১টি ইনিংসে তিন অঙ্ক ছুঁতে পারেননি। তিন ফরম্যাট মিলিয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন তাও বছর ছুঁতে চললো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত