সমরেশ মজুমদারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রকাশ: ৯ মে ২০২৩, ১০:৫৯ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ২২:৩৫
প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
গতকাল সোমবার (৮ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান বাংলা ভাষার প্রখ্যাত এই কথাসাহিত্যিক। কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় এই লেখক পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ১৯৪২ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক করেন তিনি। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত