সমগ্র দেশবাসী তারেক রহমানের অপেক্ষায় : আমীর খসরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৮
“সমগ্র দেশবাসী তারেক রহমানের অপেক্ষায়” রয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “দেশের গণতন্ত্রের ধারক বাহক রাজনৈতিক দল একমাত্র বিএনপি। এটা বহুবার বহুভাবে প্রমাণিত। তবে এর মধ্যে ষড়যন্ত্রকারীরা যতবার সুযোগ পেয়েছে ততবারই গণতন্ত্র ধ্বংস করেছে।”
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কেআইবি মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পন’ শীর্ষক কর্মসূচির সপ্তম দিনে উদ্বোধনী পূর্বে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্ব শর্ত হলো নির্বাচন। কারণ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্রের ভিত রচিত হয়। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো দেশ গঠন। আপনি যদি দেশকে গড়ে তুলতে না পারেন তাহলে সেই গণতন্ত্র অর্থহীন হয়ে যায়।”
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “বিএনপি আগামী দিনে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি হাতে নিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি এগুলো বাস্তবায়ন করা যায় তাহলে দেশে যুগান্তকারী পরিবর্তন আসবে। বিএনপির এই পরিকল্পনা শুধু কল্পকাহিনী নয়। বরং বাস্তবায়নের প্রত্যেকটি রূপরেখা নির্ধারণ করেই দেশবাসীর সামনে উপস্থাপন করা হচ্ছে।”
আগামী ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরলে গণজাগরণ সৃষ্টি হবে জানিয়ে আমীর খসরু বলেন, “সমগ্র দেশবাসী তারেক রহমানের অপেক্ষায় রয়েছে। কারণ দেশবাসী বিশ্বাস করে তারেক রহমানের নেতৃত্বেই একটি আধুনিক বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব।”
ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীর গুলিবিদ্ধের ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, “এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল একটি রাজনৈতিক দল মব সৃষ্টি করতে চেয়েছিল। এটা খুব দুঃখজনক। এ সময় দেশে মবতন্ত্রের কোনো ঠাঁই নেই বলেও জানান আমীর খসরু মাহমুদ।”
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত