পঞ্চগড়ে রেড ক্রিসেন্ট’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৮ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৬

পঞ্চগড়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন । জেলার প্রায় সহস্রাধিক শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করবেন তারা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে ২৪০ জন শীতার্ত মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে।

জানা গেছে,পর্যায়ক্রমে বাকি উপজেলাগুলোতেও এ সকল শীতবস্ত্র বিতরণ করা হবে । শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির।

এ সময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাওলানা মফিজ উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য এটিএম কামরুজ্জামান শাহানশাহ, মোশাররফ হোসেন, হায়াতুন আলম, জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত